Wednesday, 1 November 2017

লুপ দিয়ে অংক গণনা

আগের পোস্টে আমরা log ব্যবহার করে একটি সংখ্যায় কতটি অংক আছে তা নির্ণয়ের প্রোগ্রাম দেখেছি।

এবার আমরা দেখবো লুপ দিয়ে কিভাবে কাজটি করা যায়।


#include<stdio.h>
int main()
{
    int num,i,count=0;
    printf("Enter a Number:\n");
    scanf("%d",&num);
    while(num>0)
    {
        num = num/10;
        count++;
    }
    printf("Total digit = %d\n",count);

    return 0;
}


ব্যাখ্যাঃ 
একটা সংখ্যাকে ১০ দিয়ে ভাগ করলে এর সর্বশেষ অংকটি মুছে যায়। 

মনেকরি আমাদের কাছে একটি সংখ্যা আছে ঃ 123456

এবার আমাদের প্রমাণ করতে হবে এখানে ছয়টি অংক আছে। 


ধাপ - ১ঃ  123456 / 10 = 12345 
               
               ১২৩৪৫৬ কে ১০ দিয়ে ভাগকরলে ভাগফল হবে ১২৩৪৫। তারমানে, আমরা সর্বশেষ অংকটি  মুছে দিয়েছি। 
         
     count : 1.
     
 ধাপ - ২ঃ  12345 / 10 = 1234 
               
               ১২৩৪৫ কে ১০ দিয়ে ভাগকরলে ভাগফল হবে ১২৩৪। তারমানে, আমরা সর্বশেষ অংকটি  মুছে দিয়েছি। 
         
     count : 2.

ধাপ - ৩ঃ  1234 / 10 = 123 
               
               ১২৩৪ কে ১০ দিয়ে ভাগকরলে ভাগফল হবে ১২৩। তারমানে, আমরা সর্বশেষ  অংকটি  মুছে দিয়েছি। 
         
     count : 3.

প্রতিবার একটি সংখ্যা মুছার পর যদি আমরা count এর মান 1 করে বাড়াই , তাহলে আমরা উত্তর পেয়ে যাবো।


আশাকরি তোমরা বোঝতে পেরেছো। বাকী ধাপগুলো নিজেই করে ফেলো। 

ব্রেকিং কন্ডিশনঃ
আমরা ব্রেকিং কন্ডিশন হিসেবে ব্যবহার করেছি   num>0   তারমানে যতক্ষণ পর্যন্ত আমাদের সংখ্যাটা ০ এর চেয়ে বড় থাকবে ততক্ষণ পর্যন্ত লুপ চলবে। তাহলে আমাদের প্রোগ্রামে এমন কিছু করতে হবে যাতে num এর মান শুণ্য বা তার থেকে ছোট হয়। এই কাজটা আমরা করেছি num কে প্রতিবার 10 দিয়ে ভাগ করে। 






তোমাদের জন্য একটি কাজঃ   ইউজারের কাছ থেকে একটি সংখ্যা ইনপুট নিবে এবং সবগুলা অংকের যোগফল নির্ণয়ের প্রোগ্রাম লিখবে। 
Hints : Modulus operator ( % ) ব্যবহার করে সর্বশেষ সংখ্যা বের করো । :p

Related Posts:

  • লুপ দিয়ে অংক গণনা আগের পোস্টে আমরা log ব্যবহার করে একটি সংখ্যায় কতটি অংক আছে তা নির্ণয়ের প্রোগ্রাম দেখেছি। এবার আমরা দেখবো লুপ দিয়ে কিভাবে কাজটি করা যায়। #include<stdio.h> int main() {     int num,i,count=0;   &nbs… Read More
  • একটি সংখ্যার মধ্যে কতোগুলা অংক আছে তা নির্ণয় করার প্রোগ্রাম লিখো।1234 - এখানে কয়টি সংখ্যা আছে? মোট চারটি। এবার আমরা প্রোগ্রাম দিয়ে কিভাবে তা বের করবো। অনেকগুলা পদ্ধতি আছে।  log10(1000) = 3 লগারিদম ব্যবহার করে আমরা কাজটা করতে পারি। যারা লগারিদম নিয়ে জানতে চাও একটু কষ্ট করে গুগল করে দে… Read More
  • একটি সংখ্যাকে উলটো করে প্রিন্ট করার প্রোগ্রামমনেকরি, 2017  সংখ্যাটিকে  উলটো করে প্রিন্ট করতে হবে। এখন এই কাজটি কিভাবে করা যায়? এই কঠিন কাজটি সহজ করার জন্য আমাদের পরিচিত একটা অপারেটর আছে। মডুলাস (%) অপারেটর। এবার দেখি কিভাবে কাজটি করবোঃ কোন সংখ্যাকে ১০ দিয়ে মড… Read More

0 comments:

Post a Comment