মনেকরি, 2017 সংখ্যাটিকে উলটো করে প্রিন্ট করতে হবে। এখন এই কাজটি কিভাবে করা যায়?
এই কঠিন কাজটি সহজ করার জন্য আমাদের পরিচিত একটা অপারেটর আছে। মডুলাস (%) অপারেটর।
এবার দেখি কিভাবে কাজটি করবোঃ
কোন সংখ্যাকে ১০ দিয়ে মড করলে তার সর্বশেষ অংকটি পাওয়া যায়।
প্রথমে 2017 কে 10 দিয়ে মড করলামঃ 2017...
Friday, 3 November 2017
Wednesday, 1 November 2017
লুপ দিয়ে অংক গণনা
আগের পোস্টে আমরা log ব্যবহার করে একটি সংখ্যায় কতটি অংক আছে তা নির্ণয়ের প্রোগ্রাম দেখেছি।
এবার আমরা দেখবো লুপ দিয়ে কিভাবে কাজটি করা যায়।
#include<stdio.h>
int main()
{
int num,i,count=0;
printf("Enter a Number:\n");
scanf("%d",&num);
...
Thursday, 19 October 2017
একটি সংখ্যার মধ্যে কতোগুলা অংক আছে তা নির্ণয় করার প্রোগ্রাম লিখো।
1234 - এখানে কয়টি সংখ্যা আছে? মোট চারটি।
এবার আমরা প্রোগ্রাম দিয়ে কিভাবে তা বের করবো।
অনেকগুলা পদ্ধতি আছে।
log10(1000) = 3
লগারিদম ব্যবহার করে আমরা কাজটা করতে পারি। যারা লগারিদম নিয়ে জানতে চাও একটু কষ্ট করে গুগল করে দেখে নাও।
একে log(1000) এভাবেও লেখা হয়। কারণ এই log কে বলা হয় কমন লগারিদম এবং...
Thursday, 12 October 2017
Swap (অদল-বদল)

Swap প্রোগ্রামিং এর একটি গুরুত্বপূর্ণ বিষয়। সহজ কথায় swap হলো দুই বা ততোধিক কিছুর মধ্যে অদল-বদল করা।
আগে একটি উদাহারণ দেই।
মনেকরো, আমাদের কাছে দুইটা বালতি আছে। একটা বালতির রঙ লাল এবং অন্য বালতির রঙ...
Wednesday, 4 October 2017
অ্যারে সার্চ (linear search)

একটি অ্যারে তে যেসব উপাদান থাকে আমরা চাইলে সেগুলা বারবার ব্যবহার করতে পারি।
আগের পর্বে আমরা অ্যারের উপাদানগুলো যোগ করার প্রোগ্রাম করেছিলাম।
মনেকরো আমরা ১ থেকে ১০ পর্যন্ত সবগুলা সংখ্যা যোগ করতে চাই, সেক্ষেত্রে...
অ্যারের যোগ [Find the sum of all elements]
আমরা অ্যারে ইনপুট এবং আউটপুট দেখেছি। এখন আমরা দেখবো কি করে একটা অ্যারের সবগুলা উপাদান যোগ করতে হয়।
অ্যারের সবগুলা উপাদান যোগ করার প্রোগ্রাম:
#include<stdio.h>
int main()
{
int num[100],i,n,sum=0;
printf("Enter the size of array:\n");
scanf("%d",&n);
...
Monday, 2 October 2017
সায়েন্স ফিকশনঃ রহস্যভেদ
প্রতিদিনের মতো ট্রেনিং এ যাবার জন্য রবো শিপ থেকে বের হলো গ্রে বট। সে এখন লেভেল থি ক্যাটাগরির রোবট। তার মতো আরো হাজার খানেক রবোট রয়েছে লেভেল থ্রি ক্যাটাগরির। রোবটদেরকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করে দিয়েছে পৃথিবীর মানুষ। কাজের দক্ষতার উপর ভিত্তি করে এসব ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। প্রথম ক্যাটাগরির রবোটরা...
Saturday, 30 September 2017
সি প্রোগ্রামঃ অ্যারে [Array in C]

আজকে আমাদের আলোচ্য বিষয় অ্যারে। এ পর্যন্তু আমরা ভেরিয়েবল নিয়ে জেনেছি, ভেরিয়েবল ডেক্লিয়ার করা, এবং ভেরিয়েবল নিয়ে আরো নানা রকম অপারেশন আমরা ইতিমধ্যে করেছি।
এবার তোমাদের কাছে আমি একটি প্রশ্ন...
Monday, 25 September 2017
প্যাটার্নের গুষ্ঠি উদ্ধার (last post)

আমরা প্যাটার্ন নিয়ে অনেক প্রোগ্রাম দেখেছি । আবার আমরা আমাদের প্রিয় BANGLA কে * দিয়ে প্রিন্ট করবো।
তো চলো কাজে নেমে পড়ি!! বীর বাঙ্গালী কিবোর্ড ধরো, সাইবার জগৎ শাসন করো। :)
আমি চেস্টা করবো আমাদের...
Thursday, 21 September 2017
প্যাটার্ন প্রিন্টিং (pattern with loop)

গতপর্বে আমরা নেস্টেড লুপ নিয়ে নিয়ে আলোচনা করেছিলাম, আশাকরি তা সবাই বোঝতে পেরেছো।
আজ আমরা Nested Loop নিয়ে একটু মজা করবো।
আমরা চাইলেই নিচের প্যাটার্ন টা লুপ দিয়ে আঁকতে পারি। বিষয়টা অনেক মজার...