Monday, 4 September 2017

ইফ এলস নিয়ে কিছু সহজ সমস্যা!! (IF ELSE Exercise)





  1.  তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম লিখো।
  2. একটি সংখ্যা পজেটিভ , নেগেটিভ নাকি জিরো তা নির্ণয় করো।
  3.  কোন সংখ্যাকে ৫ ও ১১ দিয়ে ভাগ করা যাবে কি না? তা নির্ণয়ের প্রোগ্রাম লেখো।
  4. কোন সংখ্যা জোড় কি বেজোড় তা নির্ণয়ের প্রোগ্রাম লিখো। 
  5. একটি বছর লিপ ইয়ার কি না? তা নির্ণয়ের প্রোগ্রাম লিখো।
  6.  একটি ক্যারেক্টার অ্যালফাবেট কি না? তা নির্ণয়ের প্রোগ্রাম লিখো।
  7. একটি অ্যালফাবেট VOWEL নাকি CONSONENT ? তা নির্ণয়ের প্রোগ্রাম লিখো।
  8. যেকোন ক্যারেক্টার ইউজারের কাছ থেকে ইনপুট নাও। এবার ক্যারেক্টার টি  ALPHABET বা DIGIT বা Special Character  কিনা? তা নির্ণয়ের প্রোগ্রাম লিখো।
  9. একটি অক্ষর বড় হাতের অক্ষর নাকি ছোট হাতের তা নির্ণয়ের প্রোগ্রাম লিখো।
  10. ইউজারের কাছ থেকে টাকা ইনপুট নাও এবং ডলারে কনভার্ট করার প্রোগ্রাম লিখ। যদি ডলারের পরিমাণ $10 এর কম হয় তবে প্রতি ডলার ৮০ টাকা। আর যদি ডলারের পরিমাণ $5 এর বেশি হয় তবে প্রতি ডলার ৮৫ টাকা ধরে। 
  11. একটি ত্রিভুজ এর তিনটি কোণের মান ইনপুট নাও। এবং ত্রিভুজটি সবগুলা বাহু সমান কি না? তা নির্ণয়ের প্রোগ্রাম লিখো।
12. একজন ছাত্রের ৫ বিষয়ের পরীক্ষার নম্বর ইনপুট নাও।


  • যদি ৫ বিষয়ের নম্বরের গড় ৮০%  এর সামান বা  উপরে থাকে  তাহলে আউটপুট দেখাও A+.
  • যদি ৫ বিষয়ের নম্বরের গড় ৭০%  এর সামান বা  উপরে থাকে  তাহলে আউটপুট দেখাও A.
  • যদি ৫ বিষয়ের নম্বরের গড় ৬০%  এর সামান বা  উপরে থাকে  তাহলে আউটপুট দেখাও A-.
  • যদি ৫ বিষয়ের নম্বরের গড় ৫০%  এর সামান বা  উপরে থাকে  তাহলে আউটপুট দেখাও B.
  • যদি ৫ বিষয়ের নম্বরের গড় ৫০%  এর কম থাকে  তাহলে আউটপুট দেখাও    F .

0 comments:

Post a Comment