- তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম লিখো।
- একটি সংখ্যা পজেটিভ , নেগেটিভ নাকি জিরো তা নির্ণয় করো।
- কোন সংখ্যাকে ৫ ও ১১ দিয়ে ভাগ করা যাবে কি না? তা নির্ণয়ের প্রোগ্রাম লেখো।
- কোন সংখ্যা জোড় কি বেজোড় তা নির্ণয়ের প্রোগ্রাম লিখো।
- একটি বছর লিপ ইয়ার কি না? তা নির্ণয়ের প্রোগ্রাম লিখো।
- একটি ক্যারেক্টার অ্যালফাবেট কি না? তা নির্ণয়ের প্রোগ্রাম লিখো।
- একটি অ্যালফাবেট VOWEL নাকি CONSONENT ? তা নির্ণয়ের প্রোগ্রাম লিখো।
- যেকোন ক্যারেক্টার ইউজারের কাছ থেকে ইনপুট নাও। এবার ক্যারেক্টার টি ALPHABET বা DIGIT বা Special Character কিনা? তা নির্ণয়ের প্রোগ্রাম লিখো।
- একটি অক্ষর বড় হাতের অক্ষর নাকি ছোট হাতের তা নির্ণয়ের প্রোগ্রাম লিখো।
ইউজারের কাছ থেকে টাকা ইনপুট নাও এবং ডলারে কনভার্ট করার প্রোগ্রাম লিখ। যদি ডলারের পরিমাণ $10 এর কম হয় তবে প্রতি ডলার ৮০ টাকা। আর যদি ডলারের পরিমাণ $5 এর বেশি হয় তবে প্রতি ডলার ৮৫ টাকা ধরে।
- একটি ত্রিভুজ এর তিনটি কোণের মান ইনপুট নাও। এবং ত্রিভুজটি সবগুলা বাহু সমান কি না? তা নির্ণয়ের প্রোগ্রাম লিখো।
12. একজন ছাত্রের ৫ বিষয়ের পরীক্ষার নম্বর ইনপুট নাও।
- যদি ৫ বিষয়ের নম্বরের গড় ৮০% এর সামান বা উপরে থাকে তাহলে আউটপুট দেখাও A+.
- যদি ৫ বিষয়ের নম্বরের গড় ৭০% এর সামান বা উপরে থাকে তাহলে আউটপুট দেখাও A.
- যদি ৫ বিষয়ের নম্বরের গড় ৬০% এর সামান বা উপরে থাকে তাহলে আউটপুট দেখাও A-.
- যদি ৫ বিষয়ের নম্বরের গড় ৫০% এর সামান বা উপরে থাকে তাহলে আউটপুট দেখাও B.
- যদি ৫ বিষয়ের নম্বরের গড় ৫০% এর কম থাকে তাহলে আউটপুট দেখাও F .
0 comments:
Post a Comment