তোমাদের জন্য কিছু সহজ সমস্যা।
১। ১০ - ১ পর্যন্ত সবগুলা সংখ্যা প্রিন্ট করো।
২। ১ - ১০ পর্যন্ত সবগুলা জোড় সংখ্যা ও বেজোড় সংখ্যা প্রিন্ট করো।
৩। 1 থেকে n পর্যন্ত সবগুলা সংখ্যা প্রিন্ট করো। ( n এর মান ইউজারের কাছ থেকে ইনপুট নাও)
৪। যেকোন সীমার মধ্যে সব জোড় সংখ্যা প্রিন্ট করো।
নমূনা ইনপুটঃ
10 20
নমূনা আউটপুটঃ
10 12 14 16 18 20
৫। যেকোন সীমার মধ্যে সব বেজোড় সংখ্যা প্রিন্ট করো।
নমূনা ইনপুটঃ
10 20
নমূনা আউটপুটঃ
11 13 15 17 19
সবগুলা সমস্যা for loop এবং while loop দুইটি লুপ দ্যেই আলাদা আলাদা করবে।
HappY CodinG :)

0 comments:
Post a Comment