তোমাদের জন্য কিছু সহজ সমস্যা।
১। ১০ - ১ পর্যন্ত সবগুলা সংখ্যা প্রিন্ট করো।
২। ১ - ১০ পর্যন্ত সবগুলা জোড় সংখ্যা ও বেজোড় সংখ্যা প্রিন্ট করো।
৩। 1 থেকে n পর্যন্ত সবগুলা সংখ্যা প্রিন্ট করো। ( n এর মান ইউজারের কাছ থেকে ইনপুট নাও)
৪। যেকোন সীমার মধ্যে সব জোড় সংখ্যা প্রিন্ট করো।
নমূনা ইনপুটঃ
10 20
নমূনা আউটপুটঃ
10 12 14 16 18 20
৫। যেকোন সীমার মধ্যে সব বেজোড় সংখ্যা প্রিন্ট করো।
নমূনা ইনপুটঃ
10 20
নমূনা আউটপুটঃ
11 13 15 17 19
সবগুলা সমস্যা for loop এবং while loop দুইটি লুপ দ্যেই আলাদা আলাদা করবে।
HappY CodinG :)
লুপ নিয়ে কিছু সহজ সমস্যা (Loop exercise)
Related Posts:
লুপ দিয়ে অংক গণনা আগের পোস্টে আমরা log ব্যবহার করে একটি সংখ্যায় কতটি অংক আছে তা নির্ণয়ের প্রোগ্রাম দেখেছি। এবার আমরা দেখবো লুপ দিয়ে কিভাবে কাজটি করা যায়। #include<stdio.h> int main() { int num,i,count=0; &nbs… Read More
লুপের ঘুরাঘুরি (Loop in C program)যারা লুপ শব্দের অর্থ জানো তারা নিশ্চয়ই এর কাজ সমন্ধেও কিছুটা ধারণা করতে পারছো। লুপ শব্দের আবিধানিক ( loop ) অর্থ চক্র। প্রোগামিং এ লুপের ধারণাটি খুবই গুরুত্বপুর্ণ। কোন একটা কাজ নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বার বার করার জন্য… Read More
প্যাটার্ন প্রিন্টিং (pattern with loop)গতপর্বে আমরা নেস্টেড লুপ নিয়ে নিয়ে আলোচনা করেছিলাম, আশাকরি তা সবাই বোঝতে পেরেছো। আজ আমরা Nested Loop নিয়ে একটু মজা করবো। আমরা চাইলেই নিচের প্যাটার্ন টা লুপ দিয়ে আঁকতে পারি। বিষয়টা অনেক মজার তাই না। 1.Triangle … Read More
একটি সংখ্যাকে উলটো করে প্রিন্ট করার প্রোগ্রামমনেকরি, 2017 সংখ্যাটিকে উলটো করে প্রিন্ট করতে হবে। এখন এই কাজটি কিভাবে করা যায়? এই কঠিন কাজটি সহজ করার জন্য আমাদের পরিচিত একটা অপারেটর আছে। মডুলাস (%) অপারেটর। এবার দেখি কিভাবে কাজটি করবোঃ কোন সংখ্যাকে ১০ দিয়ে মড… Read More
লপের ঘুরাঘুরি (Loop in C program) part-3 চলছেই চলবেঃ শিরোনাম দেখে কি কিছুটা ঘাবড়ে গেছো ? ঘাবড়ানোর কিছু নেই। আমরা লুপের কথাই বলছি। আমরা চাইলেই একতি লুপকে অবিরাম ঘুরাতে পারি। আবার নিজের অজান্তে প্রোগ্রামে দেখা যায়, কখনো কখনো প্রোগ্রাম চলতেই থাকে বন্ধ হয় ন… Read More
0 comments:
Post a Comment